৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন এসপি পত্নী

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : উপকূলীয় জেলা বাগেরহাটে জেকে বসেছে শীত। শীতের তীব্রতায় নাকাল জেলার খেটে খাওয়া মানুষসহ প্রায় সকল শ্রেনীর মানুষ। এমন অবস্থায় অসহায় শীতার্ত শতাধিক মানুষরে পাশে দাড়ালেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান এর সহধর্মিনী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি জিনিয়া। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুনিগঞ্জ সেতুর নিচে অবস্থান করা বেদে পল্লীর শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে কম্বল বিতারণ করেন তিনি। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সহধর্মিনী শিরীন জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানের সহধর্মিনী হাবিবা সুলতানা উপস্থিত ছিলেন।
পুনাক বাগেরহাটের সভানেত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি জিনিয়া বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতারন করা হয়েছে। এছাড়া আগামীতে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন এতিমখানায় অবস্থান করা ছেলে-মেয়ের দক্ষতা বৃদ্ধিতে কাজ করাসহ নানা পরিকল্পনা আছে আমাদের। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আগামীতে ও থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network