২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জীবননগরে শত্রুতামূলকভাবে ধানের বীজতলায় বিষপ্রয়োগ

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বিষপ্রয়োগে ক্ষতিগ্রস্ত বীজতলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে শত্রুতামূলকভাবে ধানের বীজতলায় বিষপ্রয়োগ করার (ঘাসপোড়া) অভিযোগ উঠেছে। এতে ওই কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় সেনেরহুদা গ্রামের পচাকুঁড়ে নামক মাঠে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট এলাকার তারাচাঁদের ছেলে আখের আলী বলেন, ‘আমার লিজকৃত পৌনে ২ বিঘা জমিতে গ্রামের বিভিন্ন কৃষক বোরো ধানের বীজতলা তৈরি করেন। ওই জমিতে আমারও বীজতলা ছিলো। দুই একজন বাদে সবাই ধানের চারা তুলে নিজ নিজ জমিতে রোপণ করেছেন। শুক্রবার সকালে আমি ধানের চারা রোপণের জন্য বীজতলায় শ্রমিক নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি কে বা কারা আমার বীজতলায় ক্ষতিকারক বিষপ্রয়োগ করে ধানের চারা নষ্ট করে দিয়েছে। এতে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোনো উপায়ন্তর না পেয়ে ওইদিনই আমি চারাগুলো জমিতে রোপণ করে ফেলি। শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকালে জমিতে গিয়ে দেখি বেশিরভাগ চারা বিষের প্রভাবে সুবজ থেকে হলুদ বর্ণ ধারণ করেছে। বাকি চারাগুলোরও হয়তো একই অবস্থা হবে। আমার পৌনে ২ বিঘা জমির ধানই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব বিন সাদেককে জানালে তিনি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো পরামর্শ দেন।’

উল্লেখ্য, জমি থেকে ধানের চারা তুলে নিতে বলায় কয়েকদিন পূর্বে একই গ্রামের জনৈক এক ব্যক্তির সাথে আখের আলীর কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরেই এই বিষ প্রয়োগ? না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা সঠিকভাবে জানা যায়নি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network