৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বুবলী – শরিফুল রাজ অন্য সম্পর্কের ইঙ্গিত দিলেন!

আপডেট: মার্চ ২৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

দেশীয় চলচ্চিত্রের লেডি সুপারস্টার বুবলী যখন সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ছবিতে অভিনয় করেন, তখন থেকেই শোনা যাচ্ছিল ছবিটি আলোচনার ঝড় তুলবে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিটির ৫৬ সেকেন্ডের টিজার বুঝিয়ে দিয়েছে মুক্তির পর আসলেই ঝড় ওঠবে। বুবলী ছবিটি নিয়ে আগেই জানিয়েছিলেন – এটি অনুদান নিয়ে চলচ্চিত্রের প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।

‌’দেয়ালের দেশ’ ছবিটির টিজার (২৩ মার্চ) প্রকাশিত হয়েছে। ছবিটির নির্মাতা মিশুক মনির তার পূর্বঘোষণানুয়ী ঠিক চারটায় প্রকাশ করলেন বুবলী – রাজ এর ৫৬ সেকেন্ডের ঝলক। যাতে আঁচ করা যায় এই ছবিতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। অন্যদিকে বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব রহস্য অধরাই রয়ে গেছে।

শুরু থেকেই ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে এই ‌’দেয়ালের দেশ’। টিজার ও চিত্রায়ন, গল্পের রহস্যময় প্লট, বুবলী – রাজ এর সাজ – অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক – সব কিছুতেই দারুণ কিছুর ইঙ্গিত পাওয়া গেলো। ফলে দর্শক – সমালোচকরা টিজারটির প্রশংসায় পঞ্চমুখ। প্রথম জুটি হিসেবেই বুবলী – রাজ দারুণ কিছু দিতে যাচ্ছেন, এমন ইঙ্গিতই লক্ষ্য করা গেলো টিজারে।

ছবিটি নিয়ে বুবলী বলেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই ছবিটি সেখান থেকে ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এমন ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের ছবি নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।

 

আপডেট নিউজ / এ আল মামুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network