৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জামান খন্দকার এর কবিতা “দিগন্ত যাত্রা ১৪৩১”

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন
“দিগন্ত যাত্রা ১৪৩১”
জামান খন্দকার
তাপিত চৈত্রের ক্লান্ত দিবাকর জানালো
আজি বর্ষ শেষ হলো,
আগামীকাল আসবে নতুন দিবাকর
জানাবে শুভ নববর্ষ ১৪৩১!
জীবন ডায়েরী থেকে খসে পড়বে
আরেকটি বছর,
পিছনে ফিরে তাকাবার সময়
নেই যে মোর!
পায়ে পায়ে এগিয়ে চলছি
দিগন্ত যাত্রায়,
চলার মাঝেই কখন যেন চলে যাই
অনন্ত যাত্রায়!
দিগন্তে চলেছি মোরা
সকলেই একসাথে,
চলার পথের ভুলত্রুটিগুলো
ক্ষমিও নিজগুণে!
দিগন্ত যাত্রা পথে রেখো
তোমাদের ভালোবাসায়।
আসছে বছর মঙ্গল হোক
কল্যাণ হোক,
সদাএই মোর কামনায়!
শুভ নববর্ষ ১৪৩১
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network