১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

রাত পোহালে অনুষ্ঠিত হবে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ

আপডেট: মে ৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলার ন্যায় বুধবার (৮ই মে ২০২৪) অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যালট পেপার ছাড়া কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি অন্যান্য সরঞ্জাম। সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপপিরিচ প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ এবং আনারস প্রতীক নিয়ে মাইটিভির বিশেষ প্রতিনিধি এস কে লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে আয়েশা সুলতানা লাকি এবং হাঁস প্রতীকে রেনুকা আক্তার রিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা। আব্দুস সালাম ঈশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তবে গতবারের ন্যায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে নির্বাচনি আমেজ তুলনামূলকভাবে কম। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন হয় তাই এখন দেখার বিষয়। নির্বাচনি আমেজ কমবেশি যাই হোক না কেনো সকল প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার এক লক্ষ ৫৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন এবং মহিলা ভোটার ৭৭ হাজার ২২৯ জন। মোট ৬২টি কেন্দ্রের ৪৪২টি কক্ষে অনুষ্ঠিত হবে এবারের জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন। এছাড়া একইদিন অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network