৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জীবননগরে ওয়ারেন্টভুক্ত ১৫ আসামি গ্রেফতার

আপডেট: মে ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন সিআর এবং ১৪ জন জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৩ই মে ২০২৪) দুপুরে গ্রেফতার আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪০), সেনেরহুদা গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে কাশেম উদ্দিন ওরফে কসিম (৫৫), জসিম উদ্দিন ওরফে জসি (৬১), কাশেম উদ্দিনের ছেলে সজল (২০), মৃত মমিন উদ্দিনের ছেলে হিরোক (৩০), মগবুলের ছেলে বাবুল (২৫), হাউস আলীর ছেলে হাসান আলী (২১), মহাসিন আলী বিশ্বাসের ছেলে তাহাজ উদ্দিন ওরফে তাজুক (৪৯), তাহাজ উদ্দিনের ছেলে শাহিন হোসেন (২১), বেনীপুর গ্রামের মৃত ফকির চাঁদ মালিতার ছেলে লাল মিয়া ওরফে হারান (৬৫), লাল মিয়ার ছেলে সেলিম হোসেন (৩২), গয়েশপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে চন্দন (২৬), জাহিদুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (৩০), মৃত মল্লিক মণ্ডলের ছেলে শরীফ (৪৫) এবং রুমাত আলী (৪০)।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network