১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নারায়ণপুর স.প্রা.বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপডেট: জুলাই ১০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাসুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই জুলাই) দুপুর ১২টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আই মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা খালেদা পারভিন, জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান এবং মহিলা কাউন্সিলর বিউটি খাতুন। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উদ্দীন, আব্দুল মালেক, রহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, আনিসুর রহমান, আনোয়ার হোসেন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এখলাসুর রহমান ১৯৮১ সালের ২১শে জুলাই নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪৩ বছর চাকরি শেষে ২০২৪ সালের ৩১শে মার্চ তিনি অবসরে যান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network