১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

আপডেট: নভেম্বর ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’রাজধানীর জিরো পয়েন্টে আগামীকাল রবিবার আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে তা প্রতিহতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

এর আগে এ কর্মসূচি প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণাঙ্গভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।’

উল্লেখ্য, আজ শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে আগামীকাল কর্মসূচি ঘোষণা করে দলটি। ওই পোস্টে বলা হয়, ‘১০ নভেম্বর আসুন- নূর হোসেন চত্তরে জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকায়। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network