আপডেট: November 18, 2024
আপডেট নিউজ ডেস্ক:: দেশে প্রায় সহস্র গণমাধ্যম রয়েছে। প্রচার প্রসার কিংবা চমক তৈরীতে অনেকেই এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলো আলাদা আলাদা বৈশিষ্টের জন্য পরিচিত। কিন্তু বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হয়েও দেশের অনেক জেলা উপজেলা কিংবা বহিঃবিশ্বের কয়েকটি দেশে নিজস্ব কিছু পাঠক তৈরী করতে সক্ষম হয়েছে বরিশাল বাণী। শিক্ষা সাহিত্য, ধর্ম, জনসাধারণের ভোগান্তি, ক্ষমতাসীনদের সমালোচনা, দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে একটি ভিন্ন স্বাদের গণমাধ্যমে পরিনত হয়েছে বরিশাল বাণী। কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল বাণীর উপদেষ্টা কবি মোহাম্মদ এমরান।
১৭ নভেম্বর রোববার রাত ৯টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল বাণীর যুগ্ম সম্পাদক ফয়ছাল খান, উপ সম্পাদক জাকিরুল আহসান, নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, প্রধান বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন, বিশেষ প্রতিবেদক নেছার উদ্দিন আকন, বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার খান ফিরোজ, আতিকুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ।উপদেষ্টা কবি মোহাম্মদ এমরান আরো বলেন, এত দিন নানান ট্যাগ নিয়েও আমরা পথ চলেছি দুর্বার গতিতে। বর্তমান সময়ে আমরা প্রমাণ করেছি আমরা কোন ব্যক্তি বা দলের আজ্ঞাবহ কোন গণমাধ্যম নই। এখন সময় এসেছে পাঠকের চাহিদা মেটাতে নিজেদেরকে আরো প্রসারিত করার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক সাংবাদিকই তার স্ব স্ব মূল্যবান মতামত তুলে ধরেন। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ।