১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত: বাবু খান সভাপতি, শরীফ সম্পাদক

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মাহমুদ হাসান খান বাবু | শরীফুজ্জামান শরীফ

উৎসবের আমেজে দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দিতে শনিবার (২৩শে নভেম্বর ২০২৪) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে উপস্থিত হতে থাকেন। দুপুরের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায়।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল হাসান তনু ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে মোট কাউন্সিলর ছিলেন ৮০৮ জন। কাউন্সিল অধিবেশন শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রিসাইডিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু। ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মিলিমা বিশ্বাস মিলি। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোমিনুর রহমান।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা বিএনপির নেত্রী মিলিমা বিশ্বাস মিলি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার লিলি, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তবারক আলী তবা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network