১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ২৪

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির হাতে আটক ২৪ জন বাংলাদেশী নাগরিক

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ২৪ জনের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু।

বুধবার (৮ই জানুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, খোসালপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ এই অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে সর্বমোট ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা শীত, গ্রীষ্ম ও বর্ষা উপেক্ষা করে অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে আসছে। প্রায় প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাদের হাতে ধরা পড়ছে নারী, শিশুসহ বেশকিছু মানুষ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network