১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

কাবা শরিফে বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্ক:: বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গওহর রশিদ। গত বুধবার মক্কার পবিত্র কাবা শরিফে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা তাদের বিয়ের সংবাদটি জানান। বিয়ের পাশাপাশি বর্তমানে তারা ওমরাহ পালন করছেন বলেও জানান।ইনস্টাগ্রামের পোস্টে তারা লিখেছেন, আল্লাহর কুরসির নিচে… ৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে… কবুল।

তাদের শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছিল পবিত্র কাবায় তাদের হাত রাখা, অন্যটি ছিল তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন এবং পেছনে মহিমান্বিত কাবাঘর।

কুবরা ও গওহর তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা পবিত্র শহর মক্কাতে বিয়ে করবেন।সম্প্রতি এই তারকা যুগল সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের তালিকায় উঠে এসেছেন।এর শুরুটা হয় ২০২৪ সালের শেষের দিকে যখন তাদের বিয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এরপর তারা তাদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network