আপডেট: মে ১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। বুধবার (৩০শে এপ্রিল ২০২৫) রাতে দর্শনা পৌরশহরের ইসলাম বাজার-পাঠানপাড়াগামী (সুগন্ধা মাঠ সংলগ্ন) পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- দর্শনা মোবারকপাড়ার আবুর ছেলে রাব্বি (২৫) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ার আনারুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইসলাম বাজার-পাঠানপাড়াগামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দুজনকে আটক করেন। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৩০০ টাকা৷ আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।