১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

কৃষি প্রণোদনার সার মজুত রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট: মে ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি প্রণোদনার সার বিনির্দেশ বহির্ভূতভাবে সংরক্ষণ করার অপরাধে মোশারেফ হোসেন নামের এক ব্যক্তিকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। মোশারেফ হোসেন কুড়ুলগাছি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার (২রা মে ২০২৫) সন্ধ্যায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার এবং চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দর্শনা থানা পুলিশের টিম।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, কুড়ুলগাছি বাজারে বিনির্দেশ বহির্ভূতভাবে কৃষি প্রণোদনার ১৪ বস্তা ডিএপি সার সংরক্ষণ করার অভিযোগের বিষয় জানতে পেরে উপজেলা কৃষি কর্মকর্তাসহ অভিযান পরিচালনা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানকে ঘটনাস্থলে যেতে বলি। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(১) ধারায় মোশারেফ হোসেন নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network