২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত-৫ বিএনপি কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংগঠন নয়, এটি গণমানুষের দল: নুরুল ইসলাম নয়ন বাকেরগঞ্জের কলসকাঠীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মোনাজাত বরিশালে আট দফা দাবি আদায়ে নার্সদের বিক্ষোভ বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে একজনের ফাঁসির আদেশ ভোল মাছ বিক্রি হলো ১ লাখ ৮০ হাজারে ‎​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল-১ আসনে​ ‘ট্রাক’ প্রতীকে লড়বেন ইলিয়াস মিয়া ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নয়নকে ব্যবসায়ীদের সংর্বধনা

জীবননগরে রাতের আঁধারে দুই বিঘা জমির পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট: মে ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে দুই বিঘা জমির প্রায় ৫২০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের একটি মাঠে। ক্ষতিগ্রস্ত দুই কৃষক ফারুক হোসেন (৩২) এবং শাহিন আহমেদ (৩১) বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার খয়বার মন্ডলের ছেলে।

তাদের সাথে কথা বলে জানা যায়, গত এক বছর আগে দুই বিঘা জমি লিজ নিয়ে পেয়ারা বাগান করেন দুই ভাই ফারুক ও শাহিন। এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন। এবছর পেয়ারা গাছে ফুল ও ফল আসা শুরু করেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে রাতের আঁধারে সব গাছ কে বা কারা কেটে দিয়েছে।

কৃষক ফারুক ও শাহিন বলেন, অতি কষ্ট করে প্রতিবিঘা ২৫ হাজার টাকার বিনিময়ে দুই বিঘা জমি আমরা দুই ভাই একসাথে লিজ নিয়ে পেয়ারা বাগান করেছিলাম। গত এক বছর যাবত অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফলশ্রুতিতে এ বছর গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল এসেছিল। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে আমাদের কষ্টার্জিত সকল পেয়ারা গাছ কে বা কারা কেটে দিয়েছে। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network