আপডেট: মে ১৪, ২০২৫
ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিন (৭৪)-কে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় তার মেয়ের জামাতা নেওয়াজ খানের পুত্র আরশাদ আলী (৪২)-কে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ মে) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত উপজেলার লক্ষিকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।স্থানীয়রা জানান, আজ বুধবার ভোরে মসজিদে যাওয়ার সময় লক্ষীকুড়া এলাকার (মেনংছড়া-রাবার ড্যাম) ইটের সলিং রাস্তার মধ্যে মুসুল্লিরা রক্ত দেখতে পান। পরে অজু করার সময় নূরুল ইসলাম নামে একজন পুকুরপাড়ে ঝোপের মধ্যে উপুড় করা উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। দীর্ঘদিন ধরে আব্দুল মতিনের সঙ্গে তার জামাতা আরশাদ আলীর জমি নিয়ে পারিবারিক কলহ ছিল।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে নিহতের মোবাইল ও হত্যায় ব্যবহৃত ইউক্যালিপটাস গাছের ডাল এবং রক্তমাখা লুঙ্গি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।হালুয়াঘাট থানার ওসি তদন্ত রাজন চন্দ্র পাল বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’