১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে বাড়ির বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার, আটক ১

আপডেট: মে ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলায় বসতবাড়ির বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়গাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আফসার লটিয়ারের বাড়ির বাগান থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। অভিযানে গাঁজা চাষের দায়ে তার ছেলে আলতাফ লটিয়াকে আটক করে পুলিশ।

শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আলতাফ লটিয়া তার বাড়ির বাগানে গাঁজা গাছ চাষ করছেন। এরপর পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম বলেন, “আটক আলতাফ লটিয়াকে আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network