১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে: মিজানুর রহমান আজহারী

আপডেট: মে ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি-মিজানুর রহমান আজহারী

অনলাইন ডেস্ক:: বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে বলে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না— স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।’

এ দিকে আজ সকাল থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস তার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা অনুভব করছেন। এ প্রেক্ষিতে তিনি তার পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network