১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বর্ষীয়ান রাজনীতিবিদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই

আপডেট: জুন ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন | ফাইল ছবি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার বাসিন্দা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৯৪৬ সালের ১৫ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছেলুন জোয়ার্দ্দার নামে বেশি পরিচিত ছিলেন। তার পিতার নাম মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার।

তিনি চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে উচ্চতর শ্রেণিতে পড়াশোনা করেন।

ছাত্রজীবন হতেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর তিনি চুয়াডাঙ্গা মহকুমার সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি এবং ১৯৭৯ সালে আওয়ামী লীগের জেলা সেক্রেটারি ছিলেন। ভারত হতে ট্রেনিং নিয়ে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে অংশ নিয়ে পরাজিত হন। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছাড়া নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য মনোনীত হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

শনিবার বেলা ১১টার সময় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে ছেলুন জোয়ার্দ্দারের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ দাফন করা হবে শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network