১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগরে টাস্কফোর্সের অভিযানে দুজনকে জরিমানা, নিষিদ্ধ জাল জব্দ

আপডেট: জুন ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে টাস্কফোর্সের অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হেলিপোর্ট মাঠে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৪শে জুন ২০২৫) বিকালে জীবননগর বাজার এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। ১০০ কেজি কারেন্ট জাল ও ১২৮ কেজি চায়না দুয়ারি জাল জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network