আপডেট: জুলাই ৮, ২০২৫
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুতে গেটম্যানের দাবিতে ট্রেন আটকে এলাকাবাসী বিক্ষোভ। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় জীবন আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ই জুলাই ২০২৫) বিকাল ৪টার দিকে সদর উপজেলার আমিরপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ আমিরপুর গ্রামের আরমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন আহমেদ বিকালে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। তিনি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেটে পৌঁছালে আপ লাইন দিয়ে অপর একটি ট্রেন যাওয়ায় তিনি মোটরসাইকেল নিয়ে রেলগেট অতিক্রম করার জন্য ডাউন লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৮ ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার পর জীবন আহমেদের মরদেহ কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও মোটরসাইকেলটি ট্রেনের নিচে আটকে যায়। ওই অবস্থায় ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে যেয়ে থেমে মোটরসাইকেলটি নিচ থেকে সরিয়ে পুনরায় যাত্রা শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় রেলওয়ে পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের টিম। এ ঘটনায় গেটম্যানের দাবিতে খুলনাগামী ৭১৬ ডাউন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কয়েক ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করে এলাকাবাসী।
তাঁরা বলেন, ‘গেটম্যান না থাকায় এই রেলগেটে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গেটম্যান দেওয়ার লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আমরা ট্রেন ছাড়ব না।’ ট্রেন আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।