২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

সাংবাদিক সংস্থার সাংগঠনিক সচিব হলেন বরিশালের আঃ সবুর

আপডেট: আগস্ট ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গর্বিত সন্তান, সময়ের সাহসী কলমযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিক মোঃ আঃ সবুর।
এইদিন বিকেলে রাজধানীর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রয়াত সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সহধর্মিণী মোছাঃ আছিয়া আক্তার। একই সভায় মহাসচিব হিসেবে দায়িত্ব পান সাংবাদিক নেতা মোঃ আলমগীর গনি।
সভায় মূলধারার সাংবাদিকদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হয়।
এই নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সচিব হিসেবে মনোনীত হন অভিজ্ঞ সাংবাদিক মোঃ আঃ সবুর। তিনি পূর্বেও সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এ সাফল্যে সংস্থার নবনির্বাচিত সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, মহাসচিব মোঃ আলমগীর গনি এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আমরা মোঃ আঃ সবুরের উত্তরোত্তর সফলতা ও সাংবাদিকতা জীবনের উন্নতি কামনা করি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network