২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উথলীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেট: আগস্ট ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে জীবননগর উপজেলার উথলীতে বৃক্ষরোপণ কর্মসূ্চি পালন করেছে ছাত্রদল। বুধবার (৬ই আগস্ট) বিকালে উথলী ইউনিয়ন ছাত্রদলের আযোজনে উথলী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, ইউনিয়ন কৃষকদলের নেতা নাজমুল হোসেনসহ অন্যরা।

এসময় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা রানা ও হজরত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার বিকালে ছাত্রদলের উদ্যোগে আমরা উথলী প্রাথিমক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বেশকিছু ফুল ও ফল গাছের চারা রোপণ করেছি। চারাগুলোকে নিয়মিত পরিচর্যা করার মাধ্যমে আমরা বড় করে তুলব। পর্যায়ক্রমে আমরা উথলী ইউনিয়নের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network