আপডেট: আগস্ট ১১, ২০২৫
আপডেট নিউজ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. আনোয়ার হোসেন বাবলুকে তুলোধনো করেছেন সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় শেবাচিম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রশ্নবানে ডাঃ বাবলুকে জর্জরিত করেন তারা। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর উপস্থিত ছিলেন।
সম্প্রতি হাসপাতালের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ বন্ধ করেন ডাঃ বাবলু। এতে চরম ভোগান্তিতে পরে রোগীরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে ডাঃ বাবলু দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা পারেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠক মহিউদ্দিন রনি বরিশালে ২৮ জুলাই থেকে শেবাচিমসহ স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য তিন দফা আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলন চলাকালে ২ আগষ্ট শেবামেকের ভাইস প্রিন্সিপাল ডাঃ আনোয়ার হোসেন বাবলুর মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে কিডনী, হেপাটোলজী ও গ্যাস্ট্রোলিভার বিভাগ।
তবে ডাঃ বাবলু বলেছেন বন্ধ করা হয়েছে সাময়িক ভাবে। পুনঃরায় চালু করা হবে। এদিকে রোগীরা এ তিন বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন স্বজনরা। তারা প্রকাশ করেছেন ক্ষোভ। অভিযোগ উঠেছে ডাঃ আনোয়ার হোসেন বাবলু সম্প্রতি শেরেবাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন।