আপডেট: আগস্ট ২৭, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
পরিবেশগত কৃষিকাজ সম্প্রসারণের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বুধবার (২৭শে আগস্ট) বিকালে উপজেলার সন্তোষপুরে ভাই ভাই কৃষি প্রজেক্টে এ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার সরোয়ার হোসেন এবং মাঠ সমন্বয়কারী শাখাওয়াত হোসেন।
কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কমিয়ে বেশি করে জৈব সার ব্যবহারের উপর গুরুত্বারোপ করে মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা বলেন, ‘পৃথিবীতে চায়নার পরে ২য় দেশ হিসেবে বাংলাদেশের কৃষিজমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফসলের জমিতে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। সেইসাথে নষ্ট হচ্ছে পরিবেশ। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে আমাদের কৃষি জমিগুলো প্যারালাইজড হয়ে যেতে পারে।’
মাঠ দিবসে ওয়েভ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।