২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

উথলী ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরের একতারপুর গ্রামবাসীর আয়োজনে ৮ দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকালে উথলী ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় একতারপুর অনূর্ধ্ব-১৯ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে খয়েরহুদা অনূর্ধ্ব-১৯ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ, মেডেল ও ট্রফি তুলে দেন একতারপুর গ্রামের সুধীসমাজ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আলম। সহকারী রেফারি ছিলেন জসিম ও নাসির।

যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট সকল গ্রামেই নিয়মিত অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন ফুটবল প্রেমী ও দর্শক।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network