আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পৃথক দুটি এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লা এলাকার শহিদুলের ছেলে জীবন আলী (২৮), সিঅ্যান্ডবি পাড়ার আব্দুস সামাদের ছেলে আলামিন খান (১৯), শেখপাড়ার কালামের ছেলে রাসেল শেখ (২০) এবং ইসলাম পাড়ার জাকেল আলীর ছেলে মিলন (৩৭)।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকা ও শহরের হকপাড়ার মনসুরের গলির সামনে অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ গ্রাম গাঁজা।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

