আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
দর্শনার আকন্দবাড়ীয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ভেজাল সার বিক্রয় ও মজুত করায় কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় সার ও বীজের দোকানে তদারকি করা হয়।
এসময় ভেজাল সার বিক্রয় ও মজুত করায় কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, গত ২৪শে আগস্ট কামরুল ট্রেডার্সের গুদাম হতে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় যা ভেজাল বলে প্রমাণিত হয়েছে।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।