আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫
বরিশাল অফিস:: বিকাশ ও কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজ জিম্মায় নিয়েছেন।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে এ ঘটনাটি ঘটে। আটক ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।
ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানান, আজ সকাল ১০টার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে তিনি তার ব্যাগ থেকে পিস্তল বের করে তার (জুয়েল) কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ডাকচিৎকারে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পিটুনি দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, পিস্তল সদৃশ অস্ত্রসহ যুবক আটকের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে তাদের জিম্মায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।