আপডেট: অক্টোবর ১৭, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
নতুন করে যদি ফ্যাসিস্ট তৈরি হয় পালিয়ে যেতেও পারবে না বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। শুক্রবার (১৭ই অক্টোবর) বিকালে জীবননগর পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যারা জিয়ার সৈনিক, গত ১৭ বছরে আমরা ঈমানদারির পরীক্ষা দিয়েছি। শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও প্রলোভনেও আমরা দল বদল করেনি।’
তিনি আরও বলেন, ‘দেশে দুজন স্বৈরাচার ছিলেন৷ একজন হুসেইন মুহাম্মদ এরশাদ যিনি তার কর্মকাণ্ডের কারণে জনরোষের মুখে গদি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তিনি দেশে ছিলেন এবং রাজনীতি করতে পেরেছিলেন। কিন্তু ৫ই আগস্ট জনরোষ ও ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা গদি ছাড়তে বাধ্য হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভবিষ্যতে আমাদের মধ্য থেকে যে দলেরই হোক যদি ফ্যাসিস্ট তৈরি হয় তাহলে পালিয়ে যেতেও পারবে না। জনরোষে ওই জায়গায়ই জীবন দিতে হবে। এটাই হচ্ছে আগামীদিনের ফ্যাসিস্টের পরিণতি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি নিজেদেরকে জিয়ার সৈনিক মনে করি, খালেদা জিয়ার কর্মী মনে করি, তারেক রহমানের সিপাহশালা মনে করি তাহলে জনগণের সাথে থাকতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের উপকার করতে পারলে করবেন কিন্তু অপকার করবেন না।’
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরকার, সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্য সচিব নাজমুল সবুর, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাগর বিশ্বাসসহ পৌর এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীবৃন্দ। জনসভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।