১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

সাংবাদিক মারুফ মালেকের দাফন সম্পন্ন

আপডেট: নভেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

সাংবাদিক মারুফ মালেকের ফাইল ছবি

চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার মারুফ মালেক। রবিবার (১৬ই নভেম্বর) সকাল ১১টার সময় জানাজা শেষে তার মরদেহ বাঁকা মাঠপাড়া কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসীসহ তার জানাজায় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মরহুম মারুফ মালেক জীবননগর উপজেলার আলীপুর গ্রামের আমিন উদ্দিন মিনুর ছেলে। ঢাকায় সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যাবসাও করতেন।

শুক্রবার রাতে অসুস্থবোধ করলে তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। কিছুটা সুস্থবোধের পর পরবর্তীতে আরও অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুরে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জীবননগরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ক্লিনিকের চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত ৮টার দিকে তিনি মাগুরায় মৃত্যুবরণ করেন।

রাতেই লাশ নিয়ে আনা হয় গ্রামের বাড়ি আলীপুরে। এসময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network