২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস

আপডেট: নভেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে মঙ্গলবার (২৫শে নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার সন্তোষপুরে ভাই ভাই কৃষি প্রজেক্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সঠিক পরিচর্যা ও পরিমিত সার প্রয়োগের মাধ্যমে তুলা চাষে অধিক ফলন পেতে করণীয় সম্পর্কে চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মাঠ দিবসের প্রধান অতিথি তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমি ২৫ শতক জমিতে সিবি হাইব্রিড-১ জাতের তুলা চাষ করেছি। আমার মতো এই এলাকার আরও অনেকেই তুলা চাষ করেছেন। তুলা চাষ সম্পর্কে আজ আমরা যে পরামর্শ পেলাম তা কাজে লাগাতে পারলে তুলার ফলন অবশ্যই বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট অফিসার সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন জীবননগর কটন ইউনিট অফিসের ফিল্ডম্যান নাজমুল ইসলাম ও বদরুজ্জামান।

আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network