আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫
২০২৪ সালের ১৬ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প এর ফাইল ছবি- আপডেট নিউজ
রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে জিরাইল “আজিজ হাওলাদার ফাউন্ডেশন” এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ০৭টা থেকে সকাল ১২টা পর্যন্ত জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ হাফিজুর রহমান কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল ক্যাম্পটি পরিচালনা করবেন বাকেরগঞ্জের প্রবীণ রাজনৈতিক বিএনপি নেতা মোঃ আবুল কালাম (আবু হাওলাদার) চিকিৎসাসেবার পাশাপাশি আগত রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়।
এ আয়োজন সম্পর্কে আজিজ হাওলাদার ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রোগীদের সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন মাওলানা রুহুল আমিন মোবাইল নাম্বার- ০১৭১৭-৪৬০৩৩৬

