আপডেট: জানুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক।। গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শামীম মীরের ছোট ভাই হাফেজ মাওলানা সৈয়দ আলী আহসান দাওরায়ে হাদিসে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে সংবর্ধিত হয়েছেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের বাসিন্দা।
আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলূম, খিলগাঁও চৌরাস্তা, ঢাকার ১৪৪৬-৪৭ হিজরি মোতাবেক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় খিলগাঁও কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম সম্মানিত আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে হাফেজ মাওলানা সৈয়দ আলী আহসানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দ্বীনি খেদমতে আরও অগ্রসর হওয়ার জন্য দোয়া করেন।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষায় নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার ফলেই তিনি এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন, যা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে সম্মানিত শিক্ষকগণ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ইসলাম ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

