১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

জীবননগরে ডিবির অভিযান, ইয়াবাসহ আটক ১

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিয়ার রহমান (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শনিবার (১৭ই জানুয়ারি) রাতে উপজেলার সদরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মতিয়ার রহমান একই গ্রামের মৃত মোস্তবারীর ছেলে।

ডিবি জানায়, শনিবার রাতে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মতিয়ার রহমানকে আটক করা হয়। এসময় তার নিজ বসতবাড়ির রান্নাঘর হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আমিনুর রহমান। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network