২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় জীবননগরে আনন্দ মিছিল

আপডেট: মে ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুয়াডাঙ্গার জীবননগরের ছাত্র-জনতা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় জীবননগর মুক্তমঞ্চ থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জীবননগর চ্যাংখালি ও হাসপাতাল সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য সচিব হৃদয়, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। মিছিল ও সমাবেশে, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগানে মুখরিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের বাহিনীরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের স্ট্যাটাস দিচ্ছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, এখন কিন্তু স্ক্রিনশটের যুগ। এখন কিন্তু প্রত্যেকটা পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখছি। আমরা কিন্তু বাংলার জমিন থেকে তোমাদের নিশ্চিহ্ন করে ছাড়ব। পৃথিবীর ইতিহাসে কখনই স্বৈরশাসকের পতন হওয়ার পর তারা আর ফিরে আসেনি। আওয়ামী লীগও ফিরে আসবে না।’

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network