আপডেট: মার্চ ২০, ২০২৫
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি।
দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আল হেরা শিল্পী গোষ্ঠী ইফতার মাহফিল -২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) চিলি চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর আইটি ও প্রচার সম্পাদক ও বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক আহমদ শরিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মানুষের মাঝে ইসলামী সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে করে মানুষ অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পারে। সুস্থ ও মননশীল সাংস্কৃতিক চর্চার করতে পারে।
প্রধান আলোচক ছিলেন
আলহেরা শিল্পীগোষ্ঠী’র উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী মাওলানা হারুনুর রশিদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা শিল্পীগোষ্ঠী’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।
উক্ত অনুষ্ঠানে’র সভাপতিত্ব করেন আলহেরা শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান আবু জাফর চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহেরার সাবেক পরিচালক, চেয়ারম্যান বিশিষ্ট গীতিকার ও সুরকার, শিল্পী শুভাকাঙ্ক্ষী, অভিভাবক বৃন্দ।
আলহেরা শিল্পীগোষ্ঠী’র বর্তমান পরিচালক আব্দুল মান্নান তালিব এর পরিচালনায় এবং সহকারী পরিচালক মাহমুদ আলম মুন্না এর ব্যাবস্থাপনায় প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন হয়।

