আপডেট: জুলাই ৮, ২০২২
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাসায় তিনি মারা যান।
তার মৃত্যুর পর বিশিষ্ট অভিনেত্রী সুর্বণা মোস্তাফা শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে দিকে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেছেন, আমার সুন্দরী চাচা, আমাদের সময়ের মহান অভিনেতা জনাবা শর্মিলি আহমেদ আজ সকালে বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আত্মার চিরশান্তি কামনা করি।
শর্মিলী আহমেদ খুবই জনপ্রিয় একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬২ সালে রেডিও এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার কর্ম জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।
শর্মিলী আহমেদ মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। তানিমা নামের একটি মেয়ে আছে।

