আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩
দেশের শীতপ্রধান জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। প্রতিবছর শীত মৌসুমে একাধিকবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে কষ্ট পোহাচ্ছে জেলার গরীব, দুখী, অসহায় ও ছিন্নমূল মানুষ। তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে জীবননগর মানবিক সংগঠন। অব্যাহত রেখেছে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
শুক্রবার (১৩ই জানুয়ারি) রাতে উপজেলার উথলী রেলস্টেশন বাজার, সেনেরহুদা গ্রামের দাসপাড়াসহ অন্যান্য জায়গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক এইচ এম হাকিম, সংগঠনের সদস্য সাংবাদিক এম.এ.আর.নয়ন, সাংবাদিক রাসেল হোসেন মুন্না, সাংবাদিক হাসান আহম্মেদ, সোহাগ হোসেন, দেওয়ান মাহবুব, শিমুল হোসেন রিন্টুসহ অন্যরা।
উল্লেখ্য, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানে অসহায় মানুষের পাশে থেকে তাদের নানাধরনের সেবা দিয়ে যাচ্ছে জীবননগর মানবিক সংগঠন। অসহায় রোগীদের চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী অর্থের ব্যবস্থা করে দেওয়া, অসহায়, ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে রান্না করা খবার বিতরণসহ নানাবিধ কাজ করে ইতোমধ্যে উপজেলাবাসীর সুনাম কুড়িয়েছে সংগঠনটি। চলতি শীত মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামে তাঁরা চার শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে। এখনও অনেক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তা এইচ এম হাকিম।
তিনি বলেন, ‘আমাদের এই মানবিক কাজে উৎসাহ, সাহস, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করে চলেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জেমস অলক চৌধুরী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম, আইকন কোচিং সেন্টারের পরিচালক সাংবাদিক এম আই মুকুল, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, ঠিকাদার জাহিদুল ইসলাম, আলীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজাউল ইসলাম, দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা ইসলামসহ অন্যরা। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

