২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

জীবননগরের উথলীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট: আগস্ট ৩০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০শে আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উথলী ইউনিয়ন শাখার আয়োজনে উথলী ডিগ্রি কলেজ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন খান (খোকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয় টিমের সদস্য শাহজাহান আলী এবং আরিফুজ্জামান আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান (খোকন) বলেন, এ দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। এছাড়া অনেক গার্মেন্টস কর্মী রয়েছে। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সকলের নাভিশ্বাস উঠছে। আমরা যদি এ বিষয়ে প্রতিবাদ না করি তাহলে নতুন প্রজন্ম আমাদের বলবে তোমরা কি করেছো? তাই দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। তবে এভাবে মিটিং-মিছিল করে কোন লাভ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠনকে সাথে নিয়ে আমাদের রাজপথে নামতে হবে, রক্ত ঝরাতে হবে।’

উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন জাহিদ, উথলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন বিশ্বাস, সাধারণ সম্পাদক জান্টু মিয়া, উথলী ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসারেফ হোসেন, সাধারণ সম্পাদক স্বপন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা জহুরুল হক ঝন্টু, নাসিম হায়দার হীরক, মজিবার রহমান, আলতাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উথলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরমান আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হযরতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network