আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা পরিবহনের দায়ে চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ১৮টি এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে এসব মাছ বিতরণ করা হয়েছে।অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র।

