২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

দর্শনায় পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট: আগস্ট ২৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। পৃথক এই অভিযানে তাদের হাতে আটক হয়েছে ৩ জন। আটকৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান লিটন (৩৮), ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোড়াই গ্রামের মাজেদ হকের ছেলে ইমতিয়াজ আলী (২৫) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে আলামিন (২০)। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মো. শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আক্তারুজ্জামান লিটনকে আটক করা হয়। একইদিন বিকালে দর্শনা থানার এসআই মো. সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঝাঝাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ইমতিয়াজ আলী ও আলামিনকে আটক করেন। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network