২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে আজ

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসছে আজ শনিবার। এতে দৃশ্যমান হবে সেতুর চার হাজার দুইশ মিটার। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর নতুন স্প্যানটি বসতে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানো হবে ‘৪-বি’ স্প্যান। পিলার দুইটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচরে। আবহাওয়া ও কারিগরি জটিলতা না থাকলে সকাল ৮টা থেকে শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম।
 
আরো জানা গেছে, শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের।
 
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network