আপডেট: অক্টোবর ৬, ২০২১
অনলাইন ডেস্ক::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৯ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল ওরফে মনির (৩০), শাহীন (২৩), শাহরুফ দেওয়ান (২৪), শরিফ (২০), শহিদ (৩০), দেলোয়ার ওরফে দেলু (৩৮), রমজানুল জামিল (৩৬), নাজিম উদ্দিন (৩৮) এবং সুমন (৩১)। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়ক এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ি চালকদেরকে আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক ২৫০ টাকা থেকে ৩শ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

