নারী চিকিৎসককে হত্যার ঘটনায় র্যাবের হাতে রেজা গ্রেফতার
এম.এ.আর.নয়ন: রাজধানীর পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামক আবাসিক হোটেলে জান্নাতুল নাঈম সিদ্দিক (২৭) নামের এক নারী চিকিৎসককে গলাকেটে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও একমাত্র আসামি রেজাউল করিম ওরফে রেজা (৩১)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার (১১ই আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় রক্তমাখা গেঞ্জিসহ অন্যান্য জিনিস। গ্রেফতারকৃত রেজা কক্সবাজার সদর উপজেলার মৃত নবী হোসাইনের ছেলে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলো। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজা জানায়, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাথে তার পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং...