২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মালয়েশিয়া যাচ্ছেন মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স বিজয়ী রুপা

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন:: মালয়েশিয়ায় যাচ্ছেন রিয়েলিটি শো ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্রতিযোগী আফরোজা রুপা।আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। গত ১৭ ফেব্রুয়ারি হোটেল র‌্যাডিসনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

প্রতিযোতিায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুনমুন আহমেদ, এমদাদ হক, জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা। গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের রায় এবং দর্শকদের ভোটে সেরা দশ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন রুপা। প্রতিযোগিতার পরবর্তী ধাপের অংশ হিসেবে তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। মালয়েশিয়াতে ১৬টি দেশের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল আসরে বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী আফরোজা রুপা।

উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান প্রতি বছর মালয়েশিয়াতে ‘মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স’ মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বিবাহিত ও অবিবাহিতদের জন্য আয়োজন করে থাকে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গত বছরের ২৯ অক্টোবর থেকে। অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম অডিশন রাউন্ড। যেখান থেকে ২৮ জনকে নির্বাচন করা হয়। এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফাইনাল রাউন্ডে অংশ নেয় প্রতিযোগীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network