১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আমতলীতে ২১০ ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মহামারি করোনাভাইরাস ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া আর্থিক অনুদান বরগুনার আমতলী উপজেলার ২১০ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ইসলামিক ফাউন্ডেশ বরগুনা অফিসের ফিল্ড সুপারভাইজার এইচএম রুহুল আমিন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর তালুকদার, ও অনুদান পাওয়া মসজিদের ইমাম – মুয়াজ্জিনগন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network