১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চট্টগ্রামে আরো ২২০ জনের করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা মোট ৯৮৮৮

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আরো ২২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৮৮৮ জনে।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে এক হাজার ৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ২২০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ১৬২ জন, হাটহাজারীর ১৪ জন, মিরসরাইয়ের ১৩ জন, পটিয়ার আটজন, রাউজানের চারজন, লোহাগাড়ার তিনজন, সাতকানিয়ার তিনজন, আনোয়ারার তিনজন, চন্দনাইশের দুইজন, বোয়ালখালীর দুইজন, রাঙ্গুনিয়ার দুইজন, ফটিকছড়ির দুইজন, বাঁশখালীর একজন ও সীতাকুণ্ডের একজন রয়েছেন।
 
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৯৫ জন, নতুন করে দুইজনসহ এ পর্যন্ত মারা গেছেন ১৮৯ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network