২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আমতলীতে করোনায় হাসপাতালের এক নারী চিকিৎসক আক্রান্ত

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে নতুন করে একজন নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের বাড়ীটি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গত ১লা জুলাই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক (২৮) করোনা উপসর্গ জ্বর কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। শুক্রবার রাত সারে ১১টার দিকে ওই চিকিৎসকের রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাকে করোনা পজিটিভ উল্লেখ করা হয়েছে। হোম আইসোলেশনে তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তানজিরুল ইসলাম জানান, আমাদের হাসপাতালের একজন নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশনে তিনি চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত নারী চিকিৎসকের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে। লকডাউন করা বাড়ীর লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন বাড়ীতে অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network