২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশি

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশিইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

আজ বুধবার (৮ জুলাই) ভোর পৌনে ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম মাধ্যমকে জানান, দুবাই থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

করোনা পরিস্থিতিতে এর আগে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ১৬২ বাংলাদেশি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network